কালকিনিতে মোটরসাইকেল চাঁপায় নিহত একজন, চালকসহ আহত -৩
প্রকাশ: ২ জুন ২০২১, ২০:০৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪
মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল চাঁপায় মোঃ কাশেম চৌকিদার-(৬৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে চালকসহ কমপক্ষে ৩ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে উপজেলার কালকিনি-শিকারমঙ্গল সড়কের চৌকিদার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কাশেম চৌকিদার পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আমির উদ্দিন চৌকিদারের ছেলে। এদিকে ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেলটি জব্দ করেছে থানা পুলিশ।
এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের অসহায় কৃষক কাশেম চৌকিদার ব্যক্তিগত কাজে তার বাড়ির সামনে রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল। এসময় পেছনদিক থেকে দ্রুত গতীতে একটি মোটরসাইকেল এসে তাকে চাঁপা দেয়। এতে করে কাশেম চৌকিদার গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। এসময় ওই মোটরসাইকেল চালকসহ তিনজন আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি কারা হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে অভিযোগ পেলে ঘাতক চালককে গ্রেফতার করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত