কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ
প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১৯:২১ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৩
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরন করা হয়েছে।
শনিবার সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল হাকিম তালুকদার, উপজেলা সাবেক কমান্ডার আব্দুল জলিল ও সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মালেক প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত