কালকিনিতে নিখোঁজ গার্মেন্টস কর্মী লাশ পাট ক্ষেত থেকে উদ্বার

  শফিক স্বপন, মাদারীপুর 

প্রকাশ: ১৫ মে ২০২১, ১৮:১৩ |  আপডেট  : ১০ ডিসেম্বর ২০২৪, ২১:১৬

মাদারীপুরের কালকিনিতে ঈদের দিন নিখোঁজ গার্মেন্টসকর্মী হাবিবুর রহমান (২৪) নামে এক যুবকের লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

নিহত পোশাক শ্রমিক উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে। শনিবার সকালে মুখ থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পোশাক শ্রমিক হাবিবুর রহমান দুইদিন আগে পরিবারের সঙ্গে ঈদ পালন করার জন্য ঢাকা থেকে বাড়িতে আসেন। কিন্তু তিনি শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে ঘুরতে বের হয়ে নিখোঁজ হন। 

শনিবার ভোরে এনায়েতনগর এলাকার দরিচরলক্ষিপুর গ্রামের একটি পাটক্ষেতে হাবিবুরের লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় লোকজন। পরে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে নিহত হাবিবের লাশ উদ্ধার করেছি। তবে লাশের মুখ থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের পর বলা যাবে তার কিভাবে মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত