কালকিনিতে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বরণে দোয়া

  ম.ম.হারুন অর রশিদ,মাদারীপুর

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০০

মাদারীপুরের কালকিনিতে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আন্দোলনে শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভা করা হয়েছে। আজ শনিবার বিকেলে বুধবার [৭ ডিসেম্বর) উপজেলা সভাকক্ষে প্রশাসন আয়োজিত এ স্বরণসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার [ভূমি)মাহবুবা ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, বীর মুক্তিযোদ্ধ,জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারসহ অন্যান্যরা। এ সময় জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে দেশের শহীদ ও আহতদের স্বরণে বিশেষ দোয়া করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত