কালকিনিতে চায়না দুয়ারি জব্দ

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:০৬ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৪

মাদারীপুরের কালকিনিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বিশেষ অভিযানে প্রায় ৩৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। বুধবার  কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর খাল, বিল, তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০” অনুযায়ী অভিযান পরিচালনা করে ৭ টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা,  সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারীগন।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার জানান,দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত