কার থেকে কী ধরনের বার্তা পেতে চেয়েছিল কোহলি: তার নাম চাইলেন গাভাস্কার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২

খারাপ সময় কাকে বলে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ভিরাট কোহলি। দুঃসময়ে সতীর্থরাও মুখ ফিরিয়ে নেয়, হেটার ও সমালোচকদের কটূ কথাতো আছেই। সম্প্রতি কোহলি জানান টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কেবল একজন সাবেক সতীর্থই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এবার কোহলির কাছে তার সঙ্গে যোগাযোগ না করা ব্যক্তিদের নাম চাইলেন সাবেক কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনিল গাভাস্কার।

কোহলি ইস্যুতে অনেকদিন ধরেই সরব গাভাস্কার। শুধু কোহলি নয়, ক্রিকেটের যেকোন মুখরোচক ইস্যুতেই মন্তব্য করতে বেশ পছন্দ করেন এই সাবেক ক্রিকেটার। সাবেক নাম্বার ওয়ান ব্যাটারের খারাপ সময়ে উপদেশ থেকে শুরু করে তাকে উদ্দেশ্য করে নানা কথা বলেছেন গাভাস্কার। এবার কোহলির বক্তব্য নিয়েও তার মতামত দিলেন ১৯৮৩ এর বিশ্বকাপজয়ী ক্রিকেটার। 

এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে গাভাস্কার বলেছেন, 'ভিরাট ঠিক কাকে ইঙ্গিত করছে সেটা বোঝা যাচ্ছে না। কারো নাম বললে তাকে জিজ্ঞাসা করা যেত, সে কোহলির সঙ্গে যোগাযোগ করেছে কি না। আমি শুনেছি ও বলেছে, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু এমএসডি ওর সঙ্গে যোগাযোগ করেছিল।'

যারা যোগাযোগ করেনি তাদের এনিয়ে জিজ্ঞেস করা উচিত কোহলির এমনটা মনে করেন ভারতের একসময়ের নায়ক, 'ওর সঙ্গে খেলেছে, এরকম কোনও প্রাক্তন ক্রিকেটারের কথা যদি কোহলি ইঙ্গিতে বুঝিয়ে থাকে, তা হলে এমন অনেককেই আমরা চিনি যারা রোজ টিভিতে মুখ দেখায়। তাই সেই ক্রিকেটারের নাম নেওয়া উচিত কোহলির। জিজ্ঞাসা করা উচিত সে কেন বার্তা পাঠাল না।'

উল্লেখ্য, এই বছরের শুরুতে টেস্ট অধিনায়কত্ব ছাড়েন ভিরাট। পাকিস্তান ম্যাচের পর ভারতের সাবেক অধিনায়ক বলেন, 'আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, এক জন মাত্র প্রাক্তন ক্রিকেটার আমাকে মেসেজ করেছিল। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিল শুধু মাহেন্দ্র সিংহ ধোনি। এ থেকেই বোঝা যায় কে আমার ভাল চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে, তা হলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত।'

গাভাস্কার মনে করেন কারো থেকে বার্তা প্রত্যাশার কিছু নেই এখানে, 'কী ধরনের বার্তা পেতে চেয়েছিল কোহলি? ও কি চেয়েছিল কেউ উৎসাহ দিক? নেতৃত্ব ছাড়ার পর কারো থেকে উৎসাহ চাইবেই বা কেন? এই অধ্যায় তো শেষ হয়েই গিয়েছে।'

কোহলির সঙ্গে নিজের তুলনা করে তবেই ছেড়েছেন এই সাবেক, '১৯৮৫ সালে বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পর আমি নেতৃত্ব ছাড়ি। সেই রাতে আমরা মজা করেছিলাম, একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। এর থেকে বেশি আর কী প্রত্যাশা করতে পারি?'

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত