কারিনার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১৯:৩৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩

বেশ ঘটা করেই ‘প্রেগনেন্সি বাইবেল’ বইটির ঘোষণা দিয়েছিলেন বলিউড তারকা কারিনা কাপুর খান। কিন্তু কারও কারও কাছে বইটির নাম ভালো লাগেনি। তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনেছেন খ্রিষ্টধর্মাবলম্বী এক গোষ্ঠী।

সূত্র জানিয়েছে, ভারতের আলফা ওমেগা ক্রিশ্চিয়ান মহাসংঘের প্রেসিডেন্ট আশিষ শিন্ডে ভারতের মহারাষ্ট্রের বিড শহরের শিবাজি নগর থানায় কারিনাসহ দুজনের নামে অভিযোগ করেছেন। অভিযুক্ত আরেকজন কারিনার সহলেখক অদিতি শাহ ভিমযানি। অভিযোগে বলা হয়, পবিত্র বাইবেল শব্দটি বইয়ের নাম হিসেবে ব্যবহার করে খ্রিষ্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। পুলিশ অভিযোগের সত্যতা নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনো মামলা নেয়নি। এক বিবৃতিতে শিবাজি নগর থানার দায়িত্বরত পরিদর্শক সৈনাথ থমরে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, কিন্তু মামলা গ্রহণ করিনি। কারণ, বইটি আমাদের শহর থেকে প্রকাশিত হয়নি। আমি বরং অভিযোগকারীকে মামলাটি মুম্বাই গিয়ে করার পরামর্শ দিয়েছি।’

৯ জুলাই প্রকাশিত হয় কারিনাদের লেখা ‘প্রেগনেন্সি বাইবেল’। বইটিকে নিজের তৃতীয় সন্তান বলে দাবি করেন কারিনা। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। বইটির প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি পোস্টও দেন কারিনা। ইনস্টাগ্রামে সনোগ্রামের রিপোর্ট হাতে নিজের একটা ছবি পোস্ট করেন কারিনা। ক্যাপশনে লেখেন, ‘কিছু বিষয় নিয়ে কাজ করাটা খুবই রোমাঞ্চকর। কিন্তু আপনি যা ভাবছেন, এ তা নয়।’ তারপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, আসছে শিগগির। সনোগ্রামের রিপোর্ট দেখে অনেকের মনেই প্রশ্ন, ব্যাপার কী? তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন না তো কারিনা! পরে কারিনা জানান, মা হতে গিয়ে ব্যক্তিগত যত শারীরিক ও মানসিক অভিজ্ঞতা হয়েছে, সেসব নিয়েই একটা বই লিখেছেন।

সামনে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির খানের সঙ্গে কারিনাকে দেখা যাবে। এটি হতে যাচ্ছে হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ ছবির ভারতীয় সংস্করণ। এ ছাড়া করণ জোহরের ‘তখত’-এও আছেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত