কারওয়ান বাজারে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
প্রকাশ: ৩ আগস্ট ২০২৩, ১৬:৩৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. রশিদুল ইসলাম, মো. সজীব ও মো. বাপ্পী।
বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় কারওয়ান বাজার পান্থপথ এসএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) এম. রাকিবুল হাসান ভূঞা জানান, কারওয়ান বাজার পান্থপথ এসএস টাওয়ারের সামনে মাদক কারবারিরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করত। তাদের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত