কামরুল হাসান ফেরদৌসের কবিতা

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৩:৪৮ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১

এই সে আগষ্ট-০১

এনেছো স্বদেশ স্বাধীন বাংলা
ভাবনাকে কাজে সাজিয়ে
মতলবী সাথী লুটে নিলো দেশ
তোমাকেই গোরে পাঠিয়ে।

এনেছো পিতাজি স্বাধীন স্বদেশ
খুনীরা নিয়েছে ছিনিয়ে
তোমার স্বপ্ন সোনার বাংলা
গঠন দিয়েছে পিছিয়ে।

এই সে আগষ্ট পিতার রক্তে
আজো খুনী লোভাতুর
এসো নবারুণ খোকা রণসাজে
দেশ থেকে করি খুনী দূর।


এই সে আগষ্ট-০২

ইতিহাস তুমি গ্রন্থিত আছো 
কালো কালো হরফের গায় 
রেখেছো আঁচড় পীড়নে দহনে
নয়নের নীরে গাঢ় বেদনায়।  

কি করে ভুলবো হারানোর ব্যাথা 
লিপ্ত যা আছে গ্লানি কালিমায় 
আজো লেগে আছে রক্তের দাগ 
শ্রাবণের ধারা নীলিমায়।  

এই সে আগষ্ট লজ্জ্যা ও শোকে 
যাতনায় হিয়া ভেঙ্গে যায়  
কি করে ঘাতক স্বাধীন স্বদেশে 
পিতাজির প্রাণ নিয়ে যায়?

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত