কাবুল বিমানবন্দরে সহিংস গোলযোগ: আবারও সতর্কতা জারি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৯:৪৫ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:১৮

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংস গোলযোগ ঘটনায় আবারও নিরাপত্তা ঝুঁকির সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিজ নাগরিকদের ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে দুই দেশ।

বুধবার যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় বিমানবন্দরের অ্যাবে গেইট, ইস্ট ও নর্থ গেইট থেকে নাগরিকদের দ্রুত চলে যেতে বলা হয়। একই ধরনের নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যও। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত, ব্রিটিশ নাগরিকদের নিরাপদ স্থানে অপেক্ষা করতে বলা হয়।

তবে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে বিস্তারিত জানায়নি কোনও দেশই। খুব শিগগিরই নাগরিকদের উদ্ধার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, ২৪ ঘণ্টায় প্রায় ১৯ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

৩১ আগস্টের ডেডলাইনের আগে নিজ দেশের নাগরিকদের উদ্ধারে চলছে বিভিন্ন দেশের তৎপরতা। কাবুল থেকে এ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে ৮২ হাজারের বেশি বিদেশিকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত