কানের লালগালিচায় আলো ছড়িয়েছেন শ্যারন স্টোন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১০:০০ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:২৯

চলমান কান চলচ্চিত্র উৎসবে 'দ্য স্টোরি অব মাই ওয়াইফ'র প্রদর্শনীতে অংশ নিয়েছেন মার্কিন অভিনেত্রী ও মডেল শ্যারন স্টোন। এদিন তিনি পরেছিলেন ডলসে ও গাবানার নীল রঙের ফুলেল গাউন।

ইনস্টাগ্রামে কানে তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্যারন স্টোন। লালগালিচায় ভিড় করা আলোকচিত্রীদের সামনে দাঁড়ানো অবস্থায় তোলা নিজের একটি ছবির সঙ্গে ৬৩ বছর বয়সী এ তারকা লিখেছেন, এই নিয়েই তৈরি হয় স্বপ্ন।

ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও মেগানের বিয়েতে একই ডিজাইনের পোশাক পরেছিলেন প্রিন্সেস ডায়নার ছোট ভাইয়ের মেয়ে লেডি কিটি স্পেন্সার। তবে সেটি ছিল গোলাপি রঙের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত