কানাডায় বন্দুক হামলা, সন্দেহভাজন হামলাকারীসহ নিহত তিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৯:৪১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। সোমবার (২৫ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সময় ভোর সোয়া ৬টার পরপরই প্রথম সতর্কবার্তা পাঠানো হয় স্থানীয় প্রশাসনের তরফে। এতে বলা হয়, ‘ল্যাংলি নগরীর প্রাণকেন্দ্রে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে’। ল্যাংলির কাছের একটি পৌরসভায়ও ‘আরেক ঘটনা ঘটেছে’। এই শহরটি ভ্যানকুভার থেকে ২৫ মাইল পূর্বে অবস্থিত।

পুলিশ নিশ্চিত করে যে, একজন সন্দেহভাজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

পুলিশ বলছে, গৃহহীনদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ও ভুক্তভোগীদের নাম পরিচয় এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের মুখপাত্র সার্জেন্ট ডেভিড লি বলেছেন, ঘটনার ধারাবাহিকতা মধ্যরাতে শুরু হয় এবং ভোর পর্যন্ত অব্যাহত ছিল। হামলাকারী পুলিশের পরিচিত ব্যক্তি বলেও জানান তিনি।

এদিকে, আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। আরেকজনের পায়ে গুলি লেগেছে। তারা উভয়ই ল্যাংলি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত