কাতার বিশ্বকাপের ৩২ দলের মাঠ, হোটেল ও অনুশীলন ভেন্যু চূড়ান্ত
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১০:৪৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:২৮
কাতার বিশ্বকাপে অন্যান্য আসরের মতো দলগুলোকে এবার এক হোটেল থেকে অন্য হোটেলে যেতে হবে না। এক হোটেলেই কাটিয়ে দেয়া যাবে পুরো আসর। ইতোমধ্যে এবারের বিশ্বকাপের ৩২ দলের জন্য মাঠ, হোটেল ও অনুশীলন ভেন্যুর নাম চূড়ান্ত করেছে ফিফা।
বুধবার (২৭ জুলাই) স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম গোল ডট কমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে জানা যায়, এবারের আসরের ৩২ টি দলের মধ্যে ২৪টি দলের হোটেল কাতারের রাজধানী দোহার নিকটে। বাকি দলগুলোও উন্নত যাতায়াত ব্যবস্থার কারণে খুব বেশি ঝামেলায় পড়বে না। এক নজরে দেখে নিন দলগুলোর হোটেল ও অনুশীলনের ভেন্যুগুলো-
গ্রুপ - এ
দেশ - কাতার
হোটেল - আল আজিজিয়ান বুটিক হোটেল
অনুশীলন ভেন্যু - অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ৩
দেশ - ইকুয়েডর
হোটেল - হায়াত রিজেন্সি ওরিক্স দোহা
অনুশীলন ভেন্যু - মেসাইমির এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস
দেশ - সেনেগাল
হোটেল - দুহাইল হ্যান্ডবল স্পোর্টস হল
অনুশীলন ভেন্যু - আল দুহাইল এসসি ২
দেশ - নেদারল্যান্ডস
হোটেল - দ্য সেন্ট রেজিস দোহা
অনুশীলন ভেন্যু - কাতার ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ৬
গ্রুপ - বি
দেশ - ইংল্যান্ড
হোটেল - সোক আল ওয়াকরা হোটেল কাতার বাই টিভোলি
অনুশীলন ভেন্যু - আল ওয়াকরাহ এসসি স্টেডিয়াম
দেশ - ইরান
হোটেল - আল রায়ান হোটেল দোহা কুরিও কালেকশন বাই হিলটন
অনুশীলন ভেন্যু - আল রায়ান এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস ১
দেশ - যুক্তরাষ্ট্র
হোটেল - মারসা মালাজ কেম্পিনস্কি, দ্য পার্ল- দোহা
অনুশীলন ভেন্যু - আল ঘারাফা এসসি স্টেডিয়াম
দেশ - ওয়েলস
হোটেল - ডেল্টা হোটেলস সিটি সেন্টার দোহা
অনুশীলন ভেন্যু - আল সাদা এসসি নিউ ট্রেনিং ফ্যাসিলিটিস ২
গ্রুপ - সি
দেশ - আর্জেন্টিনা
হোটেল - কাতার ইউনিভার্সিটি হোস্টেল ১
অনুশীলন ভেন্যু - ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ৩
দেশ - সৌদি আরব
হোটেল - সিলাইন বিচ, এ মুরওয়াব রিসোর্ট
অনুশীলন ভেন্যু - সিলাইন ট্রেনিং সাইট
দেশ - মেক্সিকো
হোটেল - সিমাইসমা, এ মুরওয়াব রিসোর্ট
অনুশীলন ভেন্যু - আল খোর এসসি স্টেডিয়াম
দেশ - পোল্যান্ড
হোটেল - ইজদান প্যালেস হোটেল
অনুশীলন ভেন্যু - আল খারাইতিয়াত এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস
গ্রুপ - ডি
দেশ - ফ্রান্স
হোটেল - এ লাক্সারি কালেকশন রিসোর্ট অ্যান্ড স্পা, দোহা
অনুশীলন ভেন্যু - আল সাদ এসসি স্টেডিয়াম
দেশ - অস্ট্রেলিয়া
হোটেল - নিউ অ্যাস্পায়ার অ্যাকাডেমি অ্যাথলেট অ্যাকোমোডেশন
অনুশীলন ভেন্যু - অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ৫
দেশ - ডেনমার্ক
হোটেল - রিতাজ সালওয়া রিসোর্ট অ্যান্ড স্পা
অনুশীলন ভেন্যু - আল সাইলিয়া এসসি ২
দেশ - তিউনিসিয়া
হোটেল - উইনধাম গ্র্যান্ড দোহা ওয়েস্ট বে বিচ
অনুশীলন ভেন্যু - আল ইগলা ট্রেনিং সাইট ৩
গ্রুপ - ই
দেশ - স্পেন
হোটেল - কাতার ইউনিভার্সিটি হোস্টেল ৩
অনুশীলন ভেন্যু - কাতার ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ১
দেশ - কোস্টারিকা
হোটেল - দুসিত ডি২ সালওয়া দোহা
অনুশীলন ভেন্যু - আল আহলি এসসি স্টেডিয়াম
দেশ - জার্মানি
হোটেল - জুলাল ওয়েলনেস রিসোর্ট
অনুশীলন ভেন্যু - আল শামাল স্টেডিয়াম
দেশ - জাপান
হোটেল - রেডিসন ব্লু হোটেল দোহা
অনুশীলন ভেন্যু - আল সাদা এসসি নিউ ট্রেনিং ফ্যাসিলিটিস ১
গ্রুপ - এফ
দেশ - বেলজিয়াম
হোটেল - হিলটন সালওয়া বিচ রিসোর্ট অ্যান্ড ভিলাস
অনুশীলন ভেন্যু - সালওয়া ট্রেনিং সাইট
দেশ - কানাডা
হোটেল - সেঞ্চুরি প্রিমিয়ার হোটেল লুসাইল
অনুশীলন ভেন্যু - উম সালাল এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস
দেশ - মরক্কো
হোটেল - উইনধাম দোহা ওয়েস্ট বে
অনুশীলন ভেন্যু - আল দুহাইল এসসি স্টেডিয়াম
দেশ - ক্রোয়েশিয়া
হোটেল - হিলটন দোহা
অনুশীলন ভেন্যু - আল এরসাল ট্রেনিং সাইট ৩
গ্রুপ - জি
দেশ - ব্রাজিল
হোটেল - দ্য ওয়েস্টিন দোহা হোটেল অ্যান্ড স্পা
আল আরাবি এসসি স্টেডিয়াম
দেশ - সার্বিয়া
হোটেল - রিক্সোস গালফ হোটেল দোহা
অনুশীলন ভেন্যু - আল আরাবি এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস
দেশ - সুইজারল্যান্ড
হোটেল - লে রয়্যাল মেরিডয়ান দোহা
অনুশীলন ভেন্যু - ইউনিভার্সিটি অব দোহা ট্রেনিং ফ্যাসিলিটিস
দেশ - ক্যামেরুন
হোটেল - বেনিয়ান ট্রি দোহা অ্যাট লা সিগালে মুশাইরেব
অনুশীলন ভেন্যু - আল সাইলিয়া এসসি স্টেডিয়াম
গ্রুপ - এইচ
দেশ - পর্তুগাল
হোটেল - আল সামরিয়া অটোগ্রাফ কালেকশন হোটেল
অনুশীলন ভেন্যু - আল শাহানিয়া এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস
দেশ - ঘানা
হোটেল - ডাবলট্রি বাই হিলটন দোহা- আল সাদা
অনুশীলন ভেন্যু - অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ১
দেশ - উরুগুয়ে
হোটেল - পালম্যান দোহা ওয়েস্ট বে
অনুশীলন ভেন্যু - আল এরসাল ট্রেনিং সাইট ১
দেশ - দক্ষিণ কোরিয়া
হোটেল - লে মেরিডিয়ান সিটি সেন্টার দোহা
অনুশীলন ভেন্যু - আল ইগলা ট্রেনিং সাইট ৫
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত