কাতারে জামাল ভূঁইয়ারা সবাই করোনা নেগেটিভ
প্রকাশ: ৩০ মে ২০২১, ১১:৪০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:১৫
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে কাতারে পৌঁছার পর করোনা টেস্টে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সবারই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা নেগেটিভ হওয়ায় শনিবার (২৯ মে) স্থানীয় সময় সকালে হোটেলেই ফিটনেস নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়) কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করবে জামাল ভূঁইয়ার দল।
বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন ভিডিও বার্তায় বলেন, কাতারে এসে হোটেলে ওঠার পর সন্ধ্যায় কোভিড টেস্ট করিয়েছি। আমাদের সবার নেগেটিভ এসেছে। বিকেলে আমাদের অনুশীলন রয়েছে।’
দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত