কাগইল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৬
বৃহস্পতিবার বগুড়ার গাবতলী কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অত্র হাইস্কুলের সভাপতি জান্নাতুল আলম রুমেন খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিনপাড়া ইউপির চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সমাজসেবক রিপু মিয়া ও প্রধান শিক্ষক মোছাঃ শাহিন আকতার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক ও কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামীম, ইউপি সদস্য মিলন মিয়া, জাহাঙ্গীর আলম, আবু হাসেম, ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদ হারুন, মহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, আব্দুল মোত্তালেব। সাবের্ক তত্ত¡াবধানে ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল বারী এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সোহরাব আলী খান ও ইমারুল ইসলাম। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এদিকে বৃহস্পতিবার বগুড়ার গাবতলী কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুস ছাত্তার এর বিদায় এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানে ক্রেস্ট ও সংবর্ধনা শেষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অত্র মাদ্রাসার সভাপতি আজমল হোসেন শীষ এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদের সার্বিক তত্ত¡াবধানে এতে বক্তব্য রাখেন কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, বিদায়ী উপাধ্যক্ষ আব্দুস ছাত্তার, গভর্নিং বর্ডির সদস্য আইযুব আলী, শাহজাহান আলী, আয়নুর নাহার, শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রাজ্জাক শাহজাহান, প্রভাষক আবু জোবায়ের, রেজাউল করিম, শাহিনুর ইসলাম, মোহাম্মাদ আলী, রাফিউল ইসলামসহ শিক্ষক-কর্মচারী ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুস ছাত্তার এর বিদায় উপলক্ষে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান এবং ২০২৪ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত