কাউনিয়া হাসপাতালে পল্লী সঞ্চয় ব্যাংকের অক্সিজেন সিলিন্ডার প্রদান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য কাউনিয়া হাসপাতালে একটি অক্সিজেন সিলিন্ডার সহায়তা দিয়েছে কাউনিয়া পল্লী সঞ্চয় ব্যাংক শাখা। 

রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুকের কাছে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রংপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, পল্লী সঞ্চয় ব্যাংক কাউনিয়া শাখার ব্যবস্থাপক ময়েন উদ্দিন প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত