২যুগ ধরে অচল
কাউনিয়া মেডিকেলে ডিসটিল ওয়াটার তৈরী মেশিন, দেখার কেউ নেই
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১৮:১২ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৪০
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৪ বছর ধরে প্যাথলজি ল্যাবরেটরি বন্ধ থাকার পর স্বল্প পরিসরে চালু হলেও ২৪ বছর (২যুগ) ধরে ওয়াটার পিউরিফাই ডিসটিল ওয়াটার তৈরী মেশিন টি নষ্ট হয়ে পরে রয়েছে। ২৪ বছর ধরে প্যাথলজি ল্যাবরেটরিতে মেশিনটি ব্যবহার না করার ফলে নষ্ট হয়ে গেছে। ফলে সরকারের সদিচ্ছা থাকলেও জনগণ স্বাস্থ্য সেবা থেকে বি ত হচ্ছে।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানাগেছে স্বাস্থ্য কমপ্লেক্সে জনগনের স্বাস্থ্য সেবায় বিশুদ্ধ পানির জন্য প্যাথলজি ল্যাবরেটরিতে প্রায় ২৪ বছর আগে একটি ডিসটিল ওয়াটার তৈরী মেশিন স্থাপন করা হয়। কিন্তু মেশিনটি কখন্ও চালানোর প্রয়োজন বোধ করেনি। ফলে মেশিনটি এখন একবারে অচল হয়ে পরেরয়েছে। সেই সাথে প্যাথলজি ল্যাবরেটরি পরিচালনার জন্য ২জন টেকনিশিয়ান থাকার কথা থকলেও একজন দিয়ে কাজ চালান হচ্ছে। ফলে প্যাথলজির কার্যক্রমও খুড়িয়ে খুড়িয়ে চলছে। প্রায় ৪ বছর থেকে প্যাথলজি রুম বন্ধ পরে থাকায় প্যাথলজির অনেক যন্ত্রপাতি এবং রিয়াজেন্ট ও ডিসটিল ওয়াটার তৈরী মেশিনটি নষ্ট হয়ে যাচ্ছে। এ যেন দেখার কেউ নেই। দীর্ঘ দিন টেকনিশিয়ান না থাকায় প্যাথলজিক্যাল রুম অনেক দিন খোলই হয় না। সেই সময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের যন্ত্র পাতি ও রিয়াজেন্ট ব্যবহার না হওয়ার ফলে এক সময় তা পুরোপুরি অকেজো হয়ে পড়বে ডিসটিল ওয়াটার তৈরী মেশিনটির মতো বলে অনেকে মন্তব্য করেছেন। উপজেলার প্রায় তিন লাখ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বি ত হচ্ছে। সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দেয়ার যে অঙ্গিকার করেছে তা এ উপজেলায় ব্যহত হলেও কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। নিজপাড়া গ্রামের সিদ্দিক জানান প্যাথলজি চালু আছে বলে কিন্তু গিয়ে তাদের পাওয়া যায় না বন্ধ থাকায় রক্ত, কফ সহ বিভিন্ন পরীক্ষা রংপুর সহ বিভিন্ন র্যাবরেটরিতে করাতে অনেক অতিরিক্ত টাকা ব্যায় করতে হচ্ছে এবং ডিসটিল ওয়াটার বাহির থেকে কিনতে হচ্ছে। হরিশ্বর গ্রামের সাইদুল জানান এ হাসপাতালে শুধু চিকিৎসা পত্র ছারা আর কোন সেবা পাওয়া যায় না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুন তাহিরিণ জানান ১জন ট্যাকনেশিয়ান প্রশিক্ষনে থাকার ফলে প্যাথলজি বিভাগ বন্ধ ছিল কিন্তু বর্তমানে সেই সেবা চালু হয়েছে। আমরা চেষ্টা করছি স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে। অনেকে মন্তব্য করে বলেছেন কবে আমরা সরকারের দেয়া লাখ লাখ টাকার বিভিন্ন যন্ত্র ও পরীক্ষার সেবা পাব ? কবে আমদের স্বাস্থ্য সেবায় কাজে আসবে ল্যাব এর বিভিন্ন রিয়াজেন্ট ও যন্ত্র গুলো ? এলাকাবাসী দ্রæত ট্যাকনিশিন সংযুক্ত করে প্যাথলজি ল্যবরেটরি ও মেশিন গুলো চালু করে এলাকার মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করার দাবী জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত