কাউনিয়া ব্লাড ডোনার পরিবারের মতবিনিময় সভা
প্রকাশ: ৩১ মে ২০২১, ১৯:৪৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:৩০
কাউনিয়া ব্লাড ডোনার পরিবারের মতবিনিময় সভা গত রবিবার বিকালে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ ও ব্লাড ডোনার পরিবারের উপদেষ্টা সেকেন্দার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ব্লাড ডোনার পরিবারের উপদেষ্টা ডাঃ মাহফুজার রহমান বসুনিয়া, কাউনিয়া কলেজের প্রভাষক ও উপদেষ্টা মাহবুবার রহমান, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপদেষ্টা আব্দুল কুদ্দুছ বসুনিয়া, ব্লাড ডোনার পরিবারের প্রতিষ্ঠাতা মিজু বসুনিয়া, সদস্য আলী আজম লিটন, আমির খান, সোহেল রানা প্রমূখ।
সভায় কাউনিয়া ব্লাড ডোনার পরিবারের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। মোঃ মিজু বসুনিয়া কে প্রতিষ্ঠাতা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রযুক্তি বিদ আলী আজম লিটন কে সভাপতি ও মোঃ আমীর খান সাদ্দাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট কাউনিয়া ব্লাড ডোনার পরিবারের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। পরে উপদেষ্টা মন্ডলী কে ক্রেস্ট প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত