এক যুবক আটক
কাউনিয়া কেন্দ্রীয় মন্দিরের কালী মূর্তি ভাংচুর
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ২২:২৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:১৪
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপালগঞ্জ কেন্দ্রীয় দূর্গা মন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় সন্দেহে ভাজন এক যুবক আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক বিপ্লব গোস্বামী জানান, গত শুক্রবার রাতে পুজা অর্চণা শেষে হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে তালা লাগিয়ে চলে যায়। শনিবার ভোরে স্থানীয় একজন মহিলা মন্দিরে পূজা দিতে এসে দেখতে পান মন্দিরে কালী প্রতিমা রাখার ঘরে কালী মুর্তিকে কে বা কারা টেনে মাটিতে ফেলে ভাংচুর করেছে। এসময় পাশে রাখা একটি হুনুমান মূর্তিও ভাংচুর করেছে। খবর পেয়ে জেলা প্রশাসক রংপুর ড. চিত্র লেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, রাজিয়া সুলতানা, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) মনোনীতা দাস, কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম ঘটনা স্থল পরিদর্শন করেন। এসময় কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান মুর্তি ভাংচুরের ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবক আটক করা হয়েছে। আটককৃত যুবক কুড়িগ্রাম সদর উপজেলার রায়পুর আরডিআরএস এলাকার নজরুল ইসলামের পুত্র মোঃ জাকির হোসেন (১৯)। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না সেটা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আটককৃত যুবককে জিজ্ঞাসা শেষে আদালতে সোপর্দ করা হবে। এঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন দ্রুত বিচার দাবী করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত