কাউনিয়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা 

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:৩১ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৮:২০

রংপুরের কাউনিয়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশন'র সহযোগিতায় কেয়ার ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় জানো প্রকল্পের সহায়তায় কাউনিয়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহেদ সাব্বির আহমেদ, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, আরডিআরএস বাংলাদেশ প্রতিনিধি হাফিজুর রহমান রাজু, জানো প্রকল্পর উপজেলা ম্যানেজার শাহানা ইয়াছমিন, ফিল্ড অফিসার রেকসানা খাতুন, হরিদাস বর্মন প্রমুখ। সভায় প্রতিটি দপ্তর তাদের কর্মপরিকল্পনা রিপোর্ট জমা দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত