কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১০:২৯ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২১:৪০
প্রথম ধাপে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে ২০২৪ বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন হাট-ঘাট-মাঠ। হোটেল গুলোতে চায়ের চুমুকে চুমুকে প্রার্থিদের সাতকাহন বর্ণনা শুরু হয়েছে। কাউনিয়ায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩জন প্রার্থী মোনায়ন পত্র দাখিল করেছেন তাদের সকলের মোনায়ন পত্র বৈধ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন অফিস। কাউনিয়া
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, যাচাই বাছাই এর দিন বুধবার ১৩জন প্রার্থী মোনায়ন পত্রই বৈধ বলে ঘোষনা করা হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন যারা তারা হলেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, বর্তমান ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, আয়কর আইনজীবী মোঃ হুমায়ুন কবির মুকুল। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষক লীগের সদস্য মনজুদার রহমান মিলন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মাহমুদুল হাসান পিন্টু, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গনেশ চন্দ্র দেব শর্মা, আওয়ামী সমর্থক জাহাঙ্গীর কবীর তৈয়ব, বালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশনারা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন ও সমাজসেবি রাবেয়া বেগম। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠ গরম হবে বলে মনে করছেন কর্মী সমর্থকরা। কাউনিয়ায় একটি পৌরসভা সহ ছয়টি ইউনিয়নে মোট ভোটার ২০৪৫৪৩ জন। পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনায়ন পত্র বৈধ হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত