কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৫২ |  আপডেট  : ২ মে ২০২৫, ১৪:৪৪

রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হান্নান কে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলহাজ¦ আব্দুল হান্নান খোর্দ্দভূতছাড়া গ্রামের মৃত জামাত আকন্দের পুত্র। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পরই আইনী প্রক্রিয়া শেষে সোমবারই তাকে আদালতে পাঠানো হয়েছে। আঃ হান্নান গ্রেফতার হওয়ার পর আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত