কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৩, ১৮:৪০ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ২২:২০

কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত ও ষড়যন্ত্রের শিকার ৯০ দশকের নেতা কর্মীদের ব্যানারে আয়োজিত সাংবাদিক সন্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া ও সাধারণ সম্পাদক মোঃ আঃ হান্নান কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আওয়ামী লীগের ত্যাগী ৯০ দশকের মুখ পাত্র মোঃ আশরাফুল আলম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন। তিনি বলেন হারাগাছ ইউনিয়নের খানসামা হাটে অনাকাঙ্খিত ঘটনায় সোনা মিয়া হত্যা কান্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ স্বার্থ চরিতার্থ করার লক্ষে সোনা মিয়া কে আওয়ামী লীগের কর্মী বানিয়ে উপজেলার বিভিন্ন স্তরের ত্যাগি নির্যাতিত বি ত আওয়ামী লীগের ৭৬ জন নেতা কর্মী বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাদের জেল খাটায়। আওয়ামী কেন্দ্রীয় কমিটির তদন্ত প্রতিবেদনে ওঠে আসে সোনা মিয়া হত্যা কান্ডে আসামীদের মধ্যে ৭০ এর অধিক আসামী ৯০ দশকের ত্যাগী ছাত্র লীগের নেতা কর্মী। উপজেলা আওয়ামী লীগের মেয়াদউত্তির্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ স্বার্থ চরিতার্থ ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত করতে ত্যাগি নেতা কর্মীদের সোনা মিয়া হত্যা কান্ডের আসামী করা হয়েছে। তিনি আরো বলেন বিএনপি জামাত সারাদেশ জুড়ে অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধের নামে পুলিশ ভাই কে হত্যা করছে। সেখানে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কোন প্রকার প্রতিরোধ কর্মসূচী গ্রহন না করে ঘরের কোনায় লুকিয়ে আছে। অথচ আমরা পদ বিহীন ৯০ দশকের নেতা কর্মীরা পূর্বের ন্যায় ২৪ ঘন্টা জীবন বাজি রেখে রাজ পথ পাহাড়া দিয়ে আসছি। 

সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, কুর্শা ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, দিলদার আলী, হাসনা পারভীন মুক্তি প্রমূখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত