কাউনিয়ায় ৬ ইউপি নির্বাাচনে ৭১ কেন্দ্রে হিজরা ভোটারসহ ভোটার ১৩৭৪৭৭

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৮:৩১ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৮:২১

রংপুরের কাউনিয়া উপজেলার ৬টি ইউপিতে ২৮ নভেম্বর নির্বাচন ৭১টি কেন্দ্রে ভোট দিবে ১লাখ ৩৭হাজার ৪শত ৭৭ জন ভোটার। এর মধ্যে এবারাই প্রথম ১জন হিজরা ভোটার রয়েছে।

৬ ইউনিয়নের হাটে ঘাটে মাঠে ভোট উৎসব চলছে। প্রচার প্রচারনা উঠান বৈঠকে নানা প্রতিশ্রুতির সাথে চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা জনসংযোগ। এলাকার পাড়া মহল্লায় হাটে ঘাটে মাঠে চা দোকানে ভোটারদের মাঝে চলছে শেষ মুহুর্তের জল্পনা-কল্পনা। 

চেয়ারম্যান পদে ৩১ সাধারণ সদস্য ১৯৯ ও সংরক্ষিত সদস্য ৭৬ জন প্রার্থী তাদের ভোট সমর্থন দোয়া প্রার্থনায় ভোটারের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারনা এখন তুঙ্গে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, ৬ ইউনিয়নে ৭১ কেন্দ্রের ৪২০ বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র না থাকলেও এতে ২০ গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। ১নং সরাই ইউপিতে ১১ কেন্দ্রে পুরুষ ৯০৫৩ নারী ৯৩৫৩, হিজরা ১, ২নং হরাগাছ ইউপিতে ১০ কেন্দ্রে পুরুষ ৮২৩১ নারী ৮৫৭৯, ৩নং কুর্শা ইউপিতে ১৯ কেন্দ্রে পুরুষ ১৪৬৭১ নারী ১৪৮১৯, ৪নং শহীদবাগ ইউপিতে ১০ কেন্দ্রে পুরুষ ৭৫৯৮ নারী ৭৬৯১, ৫নং বালাপাড়ায় ২২ কেন্দ্রে পুরুষ ১৩৬২৯ নারী ১৪২৯৬, ৬নং টেপামধুপুর ইউপিতে ১৫ কেন্দ্রে পুরুষ ১৪৪১৪ নারী ১৫০৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। 

থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, নির্বাচন অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সকল আইনী প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই তবে গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে বার্তি নজরদারীসহ স্টাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষনিক টহলে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাহী অফিসার তাহমিনা তারিন,জানান অবাধ নিরোপেক্ষ শান্তি পূর্ন ভোট অনুষ্ঠানের জন্য সকল প্রকার প্রস্ততি গ্রহন করা হয়েছে। ভোটাররা বলছেন জয়ী যেই হোক ভোট হতে হবে নিরপেক্ষ এ দাবী সবার। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত