কাউনিয়ায় ৬ ইউনিয়ন ও পৌরসভায় পাঞ্জাবী-শাড়ি বিতরণ করলেন বানিজ্যমন্ত্রী
প্রকাশ: ২০ মে ২০২১, ১৬:১১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৫
বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ১টি পৌর সভায় ১০৫টি পাঞ্জাবি এবং ১৪০০ শাড়ি কাপর বিতরণ করেন।
উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদ মাঠে বস্ত্র বিতরণের শুরু করে টেপামধুপুর স্কুল এন্ড কলেজ মাঠে, বালাপাড়া মহিলা কলেজ মাঠ, শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠ, হারাগাছ ইউনিয়ন, সরাই ইউনিয়ন এবং হারাগাছ পৌরসভার হারাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে বস্ত্র বিতরণ করেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, সাবেক পৌর মেয়র হাকিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার, মোঃ আনছার আলী, শফিকুল ইসলাম শফি, রাকিবুল হাসান পলাশ, আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, সেলিনা তালুকদার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আঃ জলিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির হাসান, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, দিলদার আলী, আবুল হোসেন, মহিলা যুরলীগ সভানেত্রী হাছনা পারভীন মুক্তি, ছাত্রলীগ সভাপতি সুশান্ত সরকার, সহ সভাপতি জামিল হোসেন, সম্পাদক আশিকুর রহমন সহ বিভিন্ন নেতা কর্মী। মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের জন্য দোয়া চেয়ে প্রতি ই্উনিয়নে ১৫ জন ইমাম মুয়াজ্জিন ও ২০০ জন মহিলার মাঝে বন্ত্র বিতরণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত