কাউনিয়ায় ৬টি সামাজিক সংগঠনের মাঝে সমাজ কল্যান পরিষদের অনুদানের চেক বিতরণ
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৩ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৯
কাউনিয়ায় বাংলাদেশ সমাজ কল্যান পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের অনুদানের চেক সোমবার বিকালে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা আওয়ামীলীগ সদস্য হাবিবুর রহমান হাবীব, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, পীরগাছা উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ। যুব সমাজ উন্নয়ন ক্লাব, গ্রাম উন্নয়ন সংস্থা (গ্রাঃউঃসঃ), পিপলস ওরিয়েন্টেড ওয়েলফেয়ার এসোসিয়েশন অব রংপুর, ভুতছাড়া একতা সংঘ, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা ও র্যাপিড সোসাইটির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত