কাউনিয়ায় ৩ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: ২ জুন ২০২১, ২০:১৬ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮
কাউনিয়ার তিস্তা সড়ক সেতুতে বুধবার সকালে বাস থেকে তিন কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সাজ পরিবহন যার নং ঢাকা মেট্রো-ব-১৫-৩০৪৩ যাত্রীবাহী বাসে সকাল সাড়ে আটটায় তল্লাশী চালিয়ে ট্র্যাভেল ব্যাগে রাখা তিন কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সোলেমান আলীর পুত্র মতিয়ার রহমান (৪০) ও শেখ মোহাম্মদ হোসেনের পুত্র আবু বক্কর সিদ্দিক (২০) কে আটক করে পুলিশের এস আই রাসেল পারভেজ। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বাড়ী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম কুটি চন্দ্রখানা গ্রামে। উদ্ধার কৃত গাঁজার আনুমানিক মুল্য ৩০ হাজার টাকা। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদক দ্রুব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত