কাউনিয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশ: ১ জুন ২০২১, ১৯:৪১ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫
কাউনিয়ায় মাদক মামলায় আদালতের সাজাপ্রাপ্ত আসামী মোঃ শাহীন মিয়া কে সোমবার রাতে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।
কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, উপজেলার হারাগাছ ধুমগাড়া এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র শাহীন মিয়ার বিরুদ্ধে আদালতে মাদক মামলা দায়ের হয় যার নং জি আর-৬১৬/০৬। বিজ্ঞ আদালত তাকে দুই বছর সাজা প্রদান করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সোমবার গভীর রাতে তার নিজ বাড়ী থেকে শাহীন মিয়া কে গ্রেফতার করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন মঙ্গলবার সকালে সাজাপ্রাপ্ত আসামি শাহীন মিয়া কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত