কাউনিয়ায় ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১৯:১২ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদী বাড়ি রেল গেইট সুফিয়া ফ্লিলিং স্টেশনের সামন থেকে ২৫ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যান সহ মোঃ আশরাফুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে কুড়িগ্রাম জেলার সদর থানার ঘোঘাদহ ইউনিয়নের কাঁচি চর গ্রামের মৃত হাছেন আলীর পুত্র মোঃ আশরাফুল ইসলাম (২৭) কাভার্ড ভ্যানে তৈরি বিশেষ বক্সের ভিতরে করে বিপুল পরিমান গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্য রংপুর অভিমুখে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ সহ অভিযান চালিয়ে উপজেলার হলদী বাড়ি রেল গেইট এলাকায় সুফিয়া ফ্লিলিং স্টেশনের সামনে আর-কে রোডে কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ বক্সের ভিতর থেকে ২৫ কেজি গাঁজা যার মূল্য আড়াই লাখ টাকা ও কার্ভাট ভ্যান সহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (২৭) কে আটক করে থানায় নিয়ে আসে। ওসি মাসুমুর রহমান ২৫ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যান সহ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয় টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত