কাউনিয়ায় ২দিনে কোভিট-১৯ ভ্যাকসিন নিয়েছে ৩৫০ জন, ২য় ডোজ বরাদ্দ ৭০২০
প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৮:৫৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসন ও পরিষদের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পাসে গত ১০ এপ্রিল ২য় ডোজ উদ্বোধনের দিন থেকে গত ২ দিনে বিভিন্ন স্তরের ৩৫০ জন মানুষ কোভিট-১৯ ভ্যাকসিন এর ২ম ডোজ নিয়েছে।
গত রবিবার কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন জানান, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মাসুম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার সহ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সরকারী কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ীসহ সাধারন মানুষ গত ২ দিনে ৩৫০ জন ২ম ডোজ নিয়েছে। কাউনিয়ায় ২ম দফায় ৭৩২০ কোভিট-১৯ ভ্যাকসিন বরাদ্দ পাওয়া গেছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত