কাউনিয়ায় ১২০ বোতল ফেন্সিডিল সহ আটক ৩
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৩ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:২৮
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমানের নেতৃত্বে গত সোমবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার আর-কে রোড হলদিবাড়ী রেল গেইট এলাকায় জনৈক মোস্তফা এর পানের দোকানের সামনে লালমনিরহাট বুড়িমারী হতে ঢাকা গামী বরকত ট্রাভেলস গাড়ী তল্লাশী চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান এর নেতৃত্বে এসআই সামিউল ইসলাম সংঙ্গীয় ফোর্সসহ হলদীবাড়ি রেলগেইট মোস্তাফার পানের দোকানের সামনে অভিযান পরিচালনা কালে বরকত ট্রাভেলস তল্লাশী করে বাসের ভিতরে গলিতে সাদা প্লাস্টিকের বস্তার ভিতর স্কুল ব্যাগে রাখা ১২০ বোতল ফেন্সিডিল সহ ফেন্সিডিল বহনকারী ও সহযোগি তিনজন কে আটক করে। আটককৃতরা হলেন লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার শাখাতি গ্রামের অনন্ত কুমার রায় এর পুত্র শ্রী রতন কুমার রায় (৩০), শাখাতি উত্তর নবুপাড়া গ্রামের আব্দুস সালাম এর পুত্র মোঃ নজমুল হক (২২), উত্তর জাওরাণী গ্রামের আব্দুল্লাহ হেল বাকির স্ত্রী মোছাঃ ইসমোতারা খাতুন (৩০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত