কাউনিয়ায় ১ম দিনে পরীক্ষায় অনুপস্থিত ৬৯
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১৭:২৪ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:২০
দীর্ঘ ২বছর পর ১০০ নম্বরের ৩ঘন্টার এসএসসি, ভকেশনাল ও দাখিল পরীক্ষায় রংপুরের কাউনিয়ায় উপজেলায় ১ম দিন (রবিবার) এর পরীক্ষায় ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ জানান, কাউনিয়া উপজেলায় এসএসসি পরীক্ষায় ৩২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫৩, ভোকেশনাল ২৪৪ জনের মধ্যে ১জন এবং দাখিল পরীক্ষায় ৩৫৩ জনের মধ্যে ১৫জন অনুপস্থিত ছিল। সব মিলে ১ম দিন ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলার ৫টি কেন্দ্রে সুষ্ঠু সুন্দর পরিবেশে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস জানান, সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য সকল প্রস্তুতি নেয়া ছিল। সব মিলিয়ে শান্তিপূর্ন ভাবে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত