কাউনিয়ায় হারাগাছ পৌর বিএনপির কর্মী সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৯:৫৬ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:০১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানো ও যুগপৎ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নবগঠিত রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক ইউনিট কমিটিগুলো পূর্ণ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

গত বুধবার বিকালে হারাগাছ হাইস্কুল হলরুমে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পীরগাছা উপজেলা চেয়ারম্যান আফসার আলী, হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব বুলবুল আহম্মেদ বুলেট, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ, সদস্য সচিব আবতাফ সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুল ইসলাম, সদস্য সচিব আতিমুজ্জামান তুষারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত