কাউনিয়ায় হারাগাছে বড়ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী ইউপি সদস্য নির্বাচিত!

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:৩৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:১৯

কাউনিয়ার হারাগাছ ইউনিয়নে ৩য় ধাপে ইউপি নির্বাচনে একই পরিবারে বড় ভাই ইউপি সদস্য আর ছোট ভাইয়ের স্ত্রী সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। 

সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, হারাগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে বড় ভাই মোজাম্মেল হক তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে নির্বাচন করে ৫৬৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্ব›দ্বী জহুরুল ইসলাম ফুটবল পেয়েছেন ৫৩৫ ভোট। অপরদিকে ৭,৮ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ছোট ভাই নূরুল ইসলাম নূরুর স্ত্রী শেফালী বেগম (তালগাছ) প্রতীক নিয়ে নির্বাচন করে ১৮৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্ব›দ্বী প্রার্থী হাছিনা বেগম (বক) প্রতীক পেয়েছেন ১৪৫১ ভোট। মোঃ মোজাম্মেল হক পর পর তিন বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে এবার হ্যাট্রিক করলেও ছোট ভাইয়ের স্ত্রী শেফালী বেগম ২বার পরাজয়ের পর এবার জয়ের মুখ দেখেন। একই বাড়ী থেকে ২প্রার্থী নির্বাচিত হওয়ায় উপজেলায় টক অব দা টাউনে পরিণত হয়েছে। সেই সাথে তাঁদের পরিবারের মাঝে চলছে আনন্দের বন্যা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত