কাউনিয়ায় হারাগাছে কবর খুঁড়তে গিয়ে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৪ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১১:২৫
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় কবর খুঁড়তে গিয়ে মিলল রাধা-কৃষ্ণের যুগল মূর্তি। পরে রাধাকৃষ্ণের মূর্তিটি উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার হারাগাছ পৌরসভার সিট সারাই সাহেব পাড়া গ্রামে কবর খনন করার সময় আবুল কালাম আজাদের বাড়ি থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সকালে সিট সারাই সাহেব পাড়া গ্রামে নিহত হাজেরা বেগমের মরদেহ দাফন করার জন্য ওই গ্রামে পাবলিক কবরস্থানে কবর খনন করা হয়। কবর খননের সময় সেখানে ১৮ ভরি ১১ আনা ওজনের পিতলের রাধা-কৃষ্ণের যুগল মূর্তি পায় কবর খননকারী আবুল কালাম আজাদ। পরে তিনি রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি বাড়ি নিয়ে যান। পরে ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবুল কালামের আজাদের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, কবর খুঁড়ার সময় বেরিয়ে আসা রাধা-কৃষ্ণের মূর্তিটি স্বর্ণের মনে করে কবর খনন কারী আবুল কালাম আজাদ সে নিজ হেফাজতে নেয়। এদিকে মূর্তিটি দেখতে আবুল কালাম আজাদের বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে খবর পেয়ে পুলিশ মূর্তি উদ্ধার করে জুয়েলারি দোকানে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন মূর্তিটি আসলে স্বর্ণের নয় পিতলের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত