কাউনিয়ায় হাটে গিয়ে করোনা মোকাবেলায় জনগনকে সচেতন করছেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন
প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ০৮:০৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:২৫
করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারন কে মাস্ক পড়া বাদ্ধতা মুলক করা, সামাজিক দুরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্য বিধি মানতে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন নিজে বিভিন্ন হাট বাজার ঘুরে ঘুরে মানুষ কে সচেতন এবং সেই সাথে মাস্ক বিতরণ করছেন।
গত শনিবার বিকালে উপজেলার ঐতিহ্যবাহী বৃহৎ হাট টেপামধুপুরে নির্বাহী অফিসার তাহমিনা তারিন থানা পুলিশ কে সাথে নিয়ে মহমারী করোনা ভাইরাস থেকে মানুষকে মুক্ত রাখতে প্রতিটি দোকানে দোকানে গিয়ে এবং হাটে আসা সাধারন মানুষকে সচেতন করছেন। সেই সাথে যাদের মাস্ক নাই তাদের মাস্ক পরিয়ে দিচ্ছেন। তিনি জানান আমি নতুন যোগদান করেছি, তাই এখন সচেতন করছি এর পর মাস্ক না পড়লে, স্বাস্থ্য বিধি না মানলে জরিমান সহ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় তার সাথে ছিলেন ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হাসান, এসআই সামিউলসহ পুলিশ র্ফোস। এলাকাবাসী নির্বাহী অফিসারের এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত