কাউনিয়ায় হলদী বাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে মহিলার মৃত্যু
প্রকাশ: ২৪ মে ২০২৪, ২০:২৫ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে আহত ছইমন নেছা (৭০) শুক্রবার সকালে মৃত্যু বরণ করেছেন। তার ছেলে শহিদুল গুরুতর আহত অবস্থায় কাউনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানায় লিখিত অভিযোগে জানাগেছে বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামে মৃত আবেদ আলীর পুত্র শফিকুল ইসলাম এর সাথে একই গ্রামের মজিবর রহমান গং এর ১৪ শতক জমি সংক্রান্ত বিরোধের জের চলছিল। এই বিরোধের জেরে গত সোমবার মজিবর রহমানের নেতৃত্বে ১১/১২জন হামলা চালায় শফিকুলের বাড়িতে। হামলায় শফিকুলের মা ছইমন নেছা, ভাই শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ছইমন নেছা ও শহিদুল ইসলাম গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে ভর্তি করা হয়। এরপর ছইমন নেছাকে বৃহস্পতিবার বাড়িতে নিয়ে আসলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। জানাগেছে ১৪ শতক জমি নিয়ে প্রতিবেশি মৃত রফাতুল্ল্যার পুত্র মজিবর রহমান, মোকছেদ আলী গং দের সাথে বিজ্ঞ আদালতে মামলা হয় মামলা নং-এম আর ৩৫৭/২১, সেই মামলায় আবেদ আলীর পুত্র সফিকুল ইসলাম তার পক্ষে রায় পায়। এরপর রায়ের বিরুদ্ধে ক্রিমিনাল রিভিশন আপিল মামলা নং-২৭৭/২৩ করা হলে সেই মামলায়ও শফিকুল রায় পান। সেই জমি বুঝে নিতে গেলে বিবাদের শুত্রপাত জোরাল হয়, এবং ঘটনার দিন গত সোমবার মারামারিতে ছইমন নেছা (৭০) ও শহিদুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়। শুক্রবার ছইমন নেছার মৃত্যু হয়। থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত