কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২১, ০৮:২৭ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩০

কাউনিয়া  উপজেলার  রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া নামক স্থানে গত সোমবার বিকালে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ঘটনা স্থলেই নিহত  হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী  সুত্রে জানা যায়  কুড়িগ্রামের উলিপুর থেকে মোটর সাইকেল (কুড়িগ্রাম হ-১২৪০৭০) যোগে  রংপুরে যাওয়ায় পথে  রংপুর  থেকে ছেড়ে আসা মালবাহী  পিকআপ  নাম্বার  ঢাকা-মেট্রো- ন- ১৭১১৩৮  এর মুখোমুখি  সংঘর্ষে  এই দুর্ঘটনা হয়। পরে এলাকাবাসী কাউনিয়া ফায়ার সার্ভিস কে খবর দিলে  তারা  একজন কে উদ্ধার করে কাউনিয়া  উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নেওয়ার পর  কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা  করেন। নিহত ২ জন হলেন কুরিগ্রাম জেলার উলিপুর উপজেলার থ্যাতরাই ইউনিয়নের মওলানা মোঃ আব্দুর রহিম (৬২) ও তার স্ত্রী মোছাঃ উম্মে সালমা (৫৫)। 

পারিবারিক সূত্রে জানা যায় কুড়িগ্রাম থেকে রংপুরে ছেলের বাসায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন তারা। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত