কাউনিয়ায় সোনালী আঁশের রুপার কাঠির দাম পেয়ে কৃষক বেজায় খুশি

  সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৬

পাটের বৈজ্ঞানিক নাম পড়ৎপযড়ৎঁং ংঢ়ঢ়, এটি বর্ষাকালীন ফসল। বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয় এবং পাটই দেশে শত বর্ষের ঐতিহ্য। ২ ধরনের পাট বাংলাদেশে দেখতে পাওয়া যায়, ঈড়ৎপযড়ৎঁং পধঢ়ংঁষধৎরং (সাদা পাট) ও ঈড়ৎপযড়ৎঁং ড়ষরঃড়ৎরঁং (তোষা পাট)। এটি ঞরষরধপবধব পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ। মনে করা হয় সংস্কৃত শব্দ পট্ট থেকে পাট শব্দের উদ্ভব হয়েছে। পাটের ইংরেজি নাম জুট (ঔঁঃব )। 

কাউনিয়ায় চলতি মৌসুমে পাটের পাশাপাশি পাট খড়ির দাম পেয়ে চাষীরা বেজায় খুশি। তাই পাট ও পাট খড়ি দুটোরেই দাম পাওয়ায় আগামী মৌসুমে পাট চাষ দিগুণ হবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। তাই অনেকে বলছে সোনালী আঁশের রুপার কাঠির কদর বেড়েছে।

সরেজমিনে বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে চাষীরা আরো বেশি দাম পাওয়ার আশায় পাট খড়ি যত্ন সহকারে সংর¶ণ করছে। কোন কোন কৃষক মাচা পেতে কেউ বিশেষ ব্যবস্থায় স্তুপ করে পলিথিন মুড়িয়ে ঢেকে রাখছে। বর্তমানে এক বোঝা (আটি) ৩০/৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বিগত বছর গুলোতে এক বোঝা (আটি) ১০ টাকা দরে বিক্রি হতো। গদাই গ্রামের পাট চাষী আলআমিন বলেন পাট ধুতে কামলারা এবার টাকার পরিবর্তে পাট খড়ির আটি নিয়েছে। তারা আটি ধুয়ে কৃষক কে পাট বুঝে দিয়ে পাট খড়ি নিয়ে গেছে। পাটকাঠি ও ছাইয়ে ঘুরে দাঁড়াচ্ছে পাটশিল্প, অর্থকরী পণ্য হয়ে উঠেছে একসময়ের অহেলার পাটকাঠি। পানের বরজ, পার্টিকেল বোর্ড ও চারকোল কারখানায় পাটখড়ির ব্যাপক চাহিদা। বর্তমানে চারকোল বা পাটকাঠির ছাই রফতানিও হচ্ছে। মুলত কয়েক বছর ধরেই জ্বালানি এই বস্তুটির বাজার বাড়ছে। শুধু তাই নয়, দেশে উদীয়মান রফতানিপণ্য হিসেবে শিল্পের মর্যাদাও পাচ্ছে পাটকাঠির ছাই। 

কৃষকরা বলছেন, বাজারে পাট বিক্রি করে কোনো রকম উৎপাদন খরচ ওঠে। তবে পাট খড়ি বিক্রির পুরো টাকাটাই লাভ। অনেকেই পাটকাঠি কেনাবেচাকে ব্যবসা হিসেবে নিয়েছেন। এতে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের। ঘুরে দাঁড়াচ্ছে দেশের পাটশিল্প। গ্রামের বঁধুরা পাট খড়িতে গোবর দিয়ে শলাকা-লাকড়ি তৈরি করে নিজেদের জ্বালানি চাহিদা মিটিয়ে বাজারে বিক্রিও করছে। গ্রামের চাহিদা মিটিয়ে পাট খড়ি যাচ্ছে শহর-বন্দর শিল্প-কারখানাতে। তাই দিন দিন পাটের পাশাপাশি পাট খড়ির চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, উপজেলায় চলতি মৌসুমে পাট চাষের ল¶্য মাত্রার চেয়ে বেশী জমিতে চাষ হয়েছে। চলতি মৌসুমে পাটের ও পাট কাঠির দাম বেশি হওয়ায় চাষীরা বেশ খুশি। এক সময়ের সোনালী আঁশ কৃষকের গলার ফাঁস এ শ্লোগান টি এখন আর শোভা পাচ্ছে না।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত