কাউনিয়ায় সিগারেটের শতাধিক প্যাকেট চুরি!

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৩ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১১:০৯

কাউনিয়া গালস্ স্কুল মোড়ে বাস স্ট্যান্ডে দোকানের সামনে রাখা বাইসাইকেল থেকে বুধবার দুপুরে শতাধিক গোল্ডলীপ ও ব্যানসন সিগারেটের প্যাকেট চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে উপজেলার পূর্বচাঁন ঘাট গ্রামের বাসিন্দা মজিবর রহমানের পুত্র আমজাদ হোসেন (৪৪) গোল্ডলীপ সিগারেট কোম্পানিতে সিগারেট বিক্রির কাজ করেন। 

গত বুধবার দুপুরে সাইকেলে করে সিগারেট নিয়ে দোকানে বিক্রি করার জন্য গালস্ মোড়ের মাইক্রো স্টান্ডে শফিকুল ইসলামের দোকানে যায়। শতাধিক গোল্ডলীপ ও ব্যানচন সিগারেটের প্যাকেট সাইকেলে ব্যাগে রেখে দোকানে কিছু সিগারেট বিক্রি করতে যায়। দুই মিনিট পর মাথা ঘুরে দেখেন সাইকেল আছে সাইকেলে রাখা সিগারেটের ব্যাগ নেই। এ দৃশ্য দেখে আমজাদ কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানায় সাইকেল রাখা সিগারেটের দাম প্রায় পনের হাজার টাকা। আমি গরীব কর্মচারী হিসেবে এ টাকা কেমনে অফিসে জমা দিব। এ ঘটনায় সবাই বিস্মিত হয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত