কাউনিয়ায় সিংহেরকুড়া একাদশ চ্যাম্পিয়ন হা-ডু-ডু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬
কাউনিয়ায় মেসার্স হুমায়ুন কবির এন্টারপ্রাইজ আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা বরুয়াহাট চৌরাস্তা মোড়ে মাহবুব ক্যাডেট একাডেমি মাঠে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রাখেন জেলা পরিষদ সদস্য আলতাব হোসেন। বক্তব্য রাখেন- হা-ডু-ডু প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুম আলী, মীরবাগ কলেজের শরীর চর্চা শিক্ষক রুহুল আমীন, সাবেক ইউপি সদস্য আহাম্মদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিম প্রমূখ। দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মনোমুগ্ধ হা-ডু-ডু খেলা হাজারো মানুষ উপভোগ করেন। খেলায় সিংহেরকুড়া তারুণ্য সংঘ একাদশ চ্যাম্পিয়ন ও বড়ুয়াহাট চৌরাস্তা বাজার একাদশ রানার্সআপ হয়। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত