কাউনিয়ায় সাংবাদিক সোহাগের পিতার মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২১, ১৯:১৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩

কাউনিয়ায় অবসর প্রাপ্ত পুলিশ ও সাংবাদিক মোহাগ এর পিতা আবু সায়েম গত শনিবার রাত ১টা ৪২ মিনিটে তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত রবিবার দুপুরে কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যু কালে স্ত্রী ২ পুত্র, ২ কন্যা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাপ্তাহিক প্রত্যাশার আলো পরিবার শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেছে। শোক জানিয়েছেন যারা তারা হলেন সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, যুগান্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ, সাংবাদিক জহির রায়হান,আব্দুস সালাম,আহসান হাবীব তুষার, জসিম, মিজানুর রহমান প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত