কাউনিয়ায় সমবায় পরিবহন পক্সিখরাজ ৩ এর উদ্বোধন
প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:২৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৪
৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি পরিচালিত সমবায় পরিবহন পক্সিখরাজ ৩ এর শুভ উদ্বোধন বৃহস্পতিবার উপজেলা পরিষদ ক্যাম্পাস করা হয়।
সমবায় পরিবহন পক্সিখরাজ ৩ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, সমবায় অফিসার জাহাঙ্গির আলম, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুছ ছালম, সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ-সভাপতি গফুর আলী, পরিচালক আকবর আলী, মোহাম্মদউল্ল্যাহ মনু, সমাজসেবক মজিবর ডিলার,সাংবাদিক জহির রায়হান প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত