কাউনিয়ায় সবজির বাজারে স্বস্তি, চাল-তেলের দামে অস্বস্তি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬ | আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৯
রংপুরের কাউনিয়ায় বছর জুড়ে আলোচিত ছিল সবজির বাজার। বাজার করতে গিয়ে নি¤œ আয়ের মানুষ পরতো অস্বস্তিতে। অবশেষে শীত মৌসুমে ফুলকপি, পাতা কপি, আলু, পেয়াঁজ ও কাঁচা মরিচসহ বিভিন্ন শাক সবজির বাজার দর কমায় স্বস্তি ফিরেছে সাধারন মানুষের। প্রতিটি হাট বাজারে এখন সবজিতে ভরপুর। সহনীয় পর্যায়ে সব সবজির দাম।
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, মাসখানেক আগেও সবজির বাজারে গিয়ে দাম শুনেই মানুষ চমকে উঠতো, সেই বাজারে এখন মানুষ কম দামে কিনতে পেরে বেশ খুশি। কিছু দিন আগেও বাজারে গিয়ে ছিল চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। বেশি দাম হওয়ায় যত সামান্য কিনেই ফিরতো নিজ বাড়িতে। আলু, পেয়াজ ও কাচা মরিচ ছিল নাগালের বাইরে। তবে প্রায় দুই সপ্তাহ ধরে সবজিতে ভরপুর কাউনিয়ার হাট বাজার গুলো। ১০০ টাকার আলু এখন ১০টাকা, ২০০ টাকার কাচা মরিচ এখন ৩০টাকা, ১৫০ টাকার পিয়াজ ৫০টাকা, ১০টাকায় পাওয়া যাচ্ছে ৪টি ফুল কপি, ৩টি বাধা কপি। টমেটো, গাজর, শিম, বেগুনসহ সব সবজির দাম অনেক কম। তকিপল হাটে সবজি ব্যবসায়ী রফিকুল ইসলাম ভুট্টু জানান, বর্তমানে ফুল কপি ও পাতা কপি কেউ নিতে চায় না, অনেকে কম দাম হওয়া কিনে গরুকে খাওয়াচ্ছে। উপজলোর নিজপাড়া এলাকার মোতালেব মিয়া এর সাথে কথা হয় তকিপল হাটে, তিনি জানান আগে কাচা বাজার করতে এসে ১০০০ টাকা খরচ করেও ব্যাগের তলানিতে থাকতো আর এখন ২০০ টাকার বাজার করলে ব্যাগ ভর্তি হয়ে যায়। সবজির বাজার দরে মি¤œ আয়ের মানুষ বেজায় খুশি। দাম কমায় সবজি চাষিদের লোকশান গুনতে হচ্ছে। বাজারে সরবরাহ বাড়ায় শীতকালীন শাক-সবজির দামে স্বস্তি ফিরেছে। তবে চাল ও তেলের চড়া দামে সেই স্বস্তি যেন অনেকটাই ফিকে হয়ে আসছে। কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান, বাজারে সবজির দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছে চাষিরা। এদিকে গত এক সপ্তাহ ধরে কমেছে ডিমের দাম, প্রতি হালি ডিম এখন ৪২ টাকা হালিতে বিক্রি হচ্ছে। তবে বাড়তি হাঁস ও দেশী মুরগির ডিমের দাম। প্রতি হালি হাসের ডিম এখন ৬৫ টাকা। দাম বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম। হাটে আসা অধিকাংশ মানুষের দাবী সরকার যেন চাল, ডাল, তেল, চিনি, সাবানসহ মনোহারি পন্যের দাম কমানোর। ডিম ব্যবসায়ি সিরাজুল জানান, ডিমের দাম আর কমবে বলে মনে হয়না। মাংস ব্যবসায়ী রানা জানায় গরুর মাংসের দাম আও বাড়বে। বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের নজরদারী বৃদ্ধির দাবী জানিয়েছেন এলাকাবাসী ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত