কাউনিয়ায় শিশু মুজাহিদ কে বাঁচাতে হতদরিদ্র মা-বাবার আকুতি

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৬ জুন ২০২৪, ১৮:৪৪ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯

শিশু মুজাহিদ এর বয়স দুই বছর। কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের দিনমজুর বাবা হাফিজুর মা শিল্পির কোল আলো করে আসে শিশু মোঃ মুজাহিদ। মিষ্টি হাসি মাখা সুন্দর মুখটি দেখলে যে কোন মানুষ বুঝবে না তার কোন বড় ধরনের রোগ আছে। কিন্তু শিশুটি হৃদরোগে আক্রান্ত। দরিদ্র পরিবারটি মুজাহিদ কে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করালে ডাক্তার জানায় মুজাহিদ হৃদরোগে আক্রান্ত। এরপর থেকে জমি জিরাত যা ছিল তা বিক্রি করে চলতে থাকে তার চিকিৎসা। ছেলেকে বাঁচাতে দরিদ্র মা-বাবা ভারতের প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এর কাছে নিয়ে যায়। সন্তানকে চিকিৎসা করাতেই সহায়সম্বল বিক্রি করতে হয়েছে তাঁদের। চিকিৎসকেরা জানিয়েছেন, মুজাহিদের অপারেশন করাতে হবে, তার চিকিৎসার জন্য চার লাখ টাকার দরকার। কিন্তু এত টাকার সংস্থান না থাকায় ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগোচ্ছে নিষ্পাপ শিশু। এদিকে ছেলেকে বাঁচাতে আবদুল্লাহর মা-বাবা বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন। ওপেন হার্ট সার্জারি করে জটিলতা দূর করা সম্ভব। অন্যথায় তাকে বাঁচানো সম্ভব নয়। এখন চিকিৎসার অভাবে শিশুটির অবস্থার অবনতি হচ্ছে। মুজাহিদের মা শিল্পি বেগম ও বাবা হাফিজুর রহমান সন্তানকে বাঁচাতে মানুষের কাছে ছুটছেন আর আকুতি জানাচ্ছেন। শিল্পি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আদরের মুজাহিদকে আমরা কি বাঁচাতে পারব না? কত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। আপনারা আমার ছেলেটাকে বাঁচান। সমাজের হৃদয়বান, দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ জনতা ব্যাংক কাউনিয়া শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর ০১০০২৫৪৫২৬৫৫৪, মুঠোফোন (বিকাশ) ০১৯৯৭৫৮৩২৭৬, নগদ- ০১৭৪৩৩০১৭১৪। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত