কাউনিয়ায় শিক্ষক কর্মচারী কল্যান সমিতির ১৮ হজার টাকা অনুদান প্রদান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৫ মে ২০২১, ১৯:২১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩

কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির পক্ষ থেকে বুধবার বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামের সামনে অসহায় শিক্ষক পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়। 

নবিজন নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চিকিৎসার জন্য ১৩ হাজার এবং নন এমপিও ভুক্ত ৫শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কে ১হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি শাহ মোঃ রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক ফাকের সরকার, কার্যকরী সদস্য মিনহাজুল ইসলাম প্রমূখ। শিক্ষক কর্মচারী কল্যান সমিতি প্রতিষ্ঠার পর থেকে জনকল্যানে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত