কাউনিয়ায় শহীদবাগে কৃষক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৯ জুন ২০২১, ১৯:৪৩ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩১

কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সকল ওয়ার্ডের কৃষক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন মঙ্গলবার সন্ধায় মেনাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

কৃষক লীগ শহীদবাগ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইছা মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম সেলিম, আবদুল জলিল, রংপুর জেলা পরিষদ সদস্য আবুল কাসেম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুশান্ত সরকার, সন্মেলনের উদ্ধোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য পারভীন আক্তার, মহিলা আওয়ামীলীগ নেত্রী পাঁপড়ী রানী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুগ্ন সম্পাদক জহির রায়হান, উপজেলা কৃষক লীগ সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক জগদীশ চন্দ্র সিংহ, সদস্য সচিব আব্দুল হাই সরকার, বালাপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমূখ। দ্বিতীয় পর্বে শহীদবাগ ইউনিয়নের সকল ওয়ার্ডের কৃষক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত