কাউনিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ১৬:৪১ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭

কাউনিয়া মরিচের ঝাল বেড়েছে। উপজেলায় স্থানীয় বাজার গুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। গত কয়েকদিনের ব্যাবধানে দাম বেড়েছে ৩ গুন। ১৪০টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি কাঁচা মরিচ। মরিচের পাশাপাশি দাম বেড়েছে অন্যান্য সবজিরও। ফলে হাফিয়ে উঠেছে স্বল্প আয়ের মানুষেরা। বাজার মনিটরিং না করাকে দায়ী করছেন তারা। 

কাঁচা মরিচ উৎপাদনে খ্যাত রংপুরের কাউনিয়ায় বাজারে কিছু দিন আগেও প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪৫টাকা। গত কয়েক দিন আগে হঠাৎ করে দাম বেড়ে দাড়ায় ১৪০থেকে ১৬০ টাকা। ভাদ্র মাসের শুরু থেকে বৈরী আবওহায়ার কারণে এলাকার মরিচসহ সবজি খেত নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে খেতের মাটি স্যাঁতসেঁতে হয়ে যাওয়ায় মরিচসহ বিভিন্ন সবজি গাছ মরে যাচ্ছে। ফলে বাজারে চাহিদার তুলনায় মরিচ সহ বিভিন্ন সবজির সরবরাহ কমে গেছে। ভারত থেকে কাচা মরিচ আমদানী হওয়ায় কিছুটা দাম কমলেও কয়েকদিনের ব্যবধানে আবারও দাম বৃদ্ধি পেয়েছে। ফলে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষেরা । উৎপাদন ও সরবরাহ কমার কারণে বাজারে বাড়ছে কাঁচা মরিচের দাম। আমদানি বাড়লে দাম কমে আসবে বলে জানান ব্যবসায়িরা। 

উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে চলতি মৌসুমে মরিচ চাষে লাভবান হচ্চে চাষি। তবে বৃষ্টিতে মরিচের খেত নষ্ট হওয়ায় ফলন কমে গেছে, ফলে বাজারে সরবরাহ কমে যাওযায় দাম বেড়ে গেছে। তকিপল বাজারের আড়ৎদার হাফিজার জানান, দুই সপ্তাহ আগে মরিচ যে দাম ছিল বর্তমানে সেই মরিচ প্রায় তিন গুণ দামে বিক্রি করতে হচ্ছে। কারণ মরিচের সরবরাহ অনেক কমে গেছে। আগে প্রতিদিন বাজারে যেখানে ১৫ থেকে ২০ মণ মরিচের আমদানি হতো, এখন সেখানে ৫ থেকে ৭ মণ মরিচের আমদানি হচ্ছে। শুধু মরিচ নয় অনেক সবজির সরবরাহ কমে গেছে। 

মীরবাগ কাঁচা বাজারের ব্যবসায়ী মো. আব্দুল খলিল ও টেপামধুপুর বাজারের মো.আনোয়ার জানান, দুই সপ্তাহ আগে মরিচ যে দাম ছিল বর্তমানে সেই মরিচ প্রায় তিন গুণ দামে বিক্রি করতে হচ্ছে। হঠাৎ করে কাঁচা মরিচের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করে সানাইমোড় এলাকার শফিকুল ইসলাম ও হরিশ্বর গ্রামের ময়না বলেন, ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়ে দিয়েছে। 

নিজপাড়া গ্রামের ভ্যানগাড়ী চালক আঃ করিম জানান, করোনায় ইনকাম নেই বললেই চলে, কাঁচা মরিচ ডলে ভাত খাব সেই মরিচ এখন ১৬০ টাকা কেজি। বাজারে নিত্যপন্যের যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষকে না খেয়ে মরতে হবে। সবজিসহ কাঁচা মরিচ ও নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের দাবি জানান ভুক্তভোগীরা । 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত