কাউনিয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আমন ধানের বীজতলা

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১৮:১৪ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২

রংপুরের কাউনিয়ায় উপজেলার ৬টি ইউনিয়নে চলতি আমন মৌসুমের জন্য লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আমন ধানের বীজলা প্রস্তুত করেছেন এলাকার কৃষক। অধিকাংশ বীজতলা দোলা বা নিচু জমিতে, মানাস ও তিস্তা নদী পাড়ে গড়ে তোলা করা হয়েছে। দোলার মাঝে সবুজের সমারোহ। যতদুর চোখ যায় মাঠের মাঝে শুধু সবুজ আর সবুজের গালিচা। 

সরেজমিনে উপজেলা বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি গ্রামের জলশয়ের পাড়, নদীর পাড় এবং ভিটা ও নিচু জমি গুলোতে কৃষক বীজতলা প্রস্তত করেছে। উপজেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে উপজেলা ১১ হাজার ৫৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২৫৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। আমন ধান রোপন চলমান রয়েছে। রংপুরের খাদ্যে উৎপাদনে উদ্বৃত্ত উপজলা কাউনিয়ায় চলতি ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন চাষ সফল করতে ৫৬৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। এর মধ্যে উপশী ৫২৪,হাইব্রীড ৩৯ ও স্থানীয় জাতের ১হেক্টর। ইত্যেমধ্যে অর্জন হয়েছে ৫১১ হেক্টর জমিতে। প্রচন্ড খরার পর রহমতের বৃষ্টিপাতের ফলে উপজেলার কৃষকরা এখন চারা রোপণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পাঞ্জরভাঙ্গা গ্রামের কৃষক আনারুল জানান, হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধিতে কিছু বীজতলার ক্ষতি হলেও আপাতত বীজের কোন সংকট নাই। নিজপাড়া গ্রামের কৃষক মজিবর রহমান জানান, প্রতিবছর বন্যায় বীজতলা নষ্ট হয় ফলে এবার বেশী করে বীজতলা তৈরী করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীন জানায়, রংপুরের শষ্য ভান্ডার কাউনিয়ায় চলতি ২০২৩-২৪ আমন মৌসুমে রোপা আমন চাষের জন্য ৫৬৪ হেক্টর জমিতে বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জন হবে অনেক বেশী। তিস্তার পানি বৃদ্ধিতে ও অতিবৃষ্টির ফলে কিছু বীজতলা নষ্ট হলেও চারা বীজের তেমন কোন সংকট নাই। তিনি আরও জানান আপাতত সারের কোন সংকট এই উপজেলায় নেই। কৃষকরা আমন ধান রোপানে ব্যস্ত সময় পার করছেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত