কাউনিয়ায় রাকিবুলের উদ্যোগে রাস্তার গতিরোধক চিহ্নত করণ উদ্বোধন
প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১৯:৪৪ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০২
এ আর বি রিয়েল এস্টেট লিমিটেড এর উপ-পরিচালক রাকিবুল ইসলাম আর্থিক সহয়াতায় ও কালের কন্ঠ শুভসংঘের সহযোগিতায় কাউনিয়া উপজেলার সকল লোকাল পাকা রাস্তার বিভিন্ন এলাকায় হাট-বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের সামনে দুর্ঘটনা রোধে নির্মিত স্পীড ব্রেকার গুলো সাদা রং দিয়ে চিহ্নত করণ কাজের উদ্বোধন মঙ্গলবার বিকেলে সানাই মোড় সংলগ্ন রাস্তায় করা হয়েছে। এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনছার আলী, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা আওয়াীলীগ সদস্য হাবিবুর রহমান হাবিব, কাউনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ, সমাজ সেবক মজনু মিয়া, শুভ সংঘের সভাপতি শামীম হোসেন, সম্পাদক মোসলেম উদ্দিন সহ শুভ সংঘের সকল সদস্য বৃন্দ। উল্লেখ্য উপজেলা সকল রাস্তার স্পীড ব্রেকারে সাদা রং দিয়ে চিন্তিত করণ হবে বলে জানান রাকিবুল ইসলাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত